Advertisement

নৌপথে কান্তজিউ বিগ্রহ আনা হলো রাজবাড়িতে

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

প্রায় পৌনে ৩০০ বছরের পুরোনো ঐতিহ্য ও রাজপরিবারের প্রথা অনুযায়ী কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির থেকে শ্রীশ্রী কান্তজিউ যুগল বিগ্রহ শুক্রবার নৌপথে নিয়ে আসা হলো দিনাজপুর শহরের রাজবাটী মন্দিরে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে এবার মোতায়েন করা হয় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। রাজবংশের প্রথা অনুযায়ী জন্মাষ্টমীর একদিন আগে কান্তজিউ বিগ্রহ ধর্মীয় উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে নিয়ে আসা হয়। সে রীতি অনুযায়ী শুক্রবার সকাল ৭টায় ঐতিহ্যবাহী কান্তনগর মন্দিরে পূজা-অর্চনা শেষে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহ মন্দির থেকে পদব্রজে ঢেপা নদীর কান্তনগর ঘাটে আনা হয়। সেখান থেকে বিশাল নৌবহর নিয়ে যাত্রা শুরু হয় দিনাজপুর শহরের সাধুঘাটের উদ্দেশে। দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার নদীপথে কান্তনগর ঘাট থেকে ৩৭টি ঘাটে কান্তজিউ বিগ্রহ বহনকারী নৌকা ভেড়ানোর পর সন্ধ্যায় এসে পৌঁছে দিনাজপুর শহরের উপকণ্ঠে পুনর্ভবা নদীর সাধুরঘাটে।

নৌকাযোগে দিনাজপুর আসার সময় হিন্দু ধর্মাবলম্বী ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীরা নদীর দুকূলে কান্তজিউ বিগ্রহকে দর্শন এবং বাড়ির বিভিন্ন ফল, দুধ ও অন্যান্য সরঞ্জামাদি নিয়ে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহকে উৎসর্গ করার জন্য নিয়ে আসেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ অন্যরা নদীর দুকূলে ভিড় জমান।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম বলেন, নৌপথে কান্তজিউ বিগ্রহের ২৭২তম যাত্রা উপলক্ষ্যে এবার ব্যাপক নিরাপত্তা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ সিংহ বলেন, মহারাজার প্রথা অনুযায়ী ২৭১ বছর আগ থেকে প্রতি বছর জন্মাষ্টমীর এক বা দুদিন আগে কাহারোলের কান্তনগর মন্দির থেকে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহ নদীপথে দিনাজপুর শহরের রাজবাটী মন্দিরে আনা হয় রাজবাটী মন্দিরে তিন মাস থাকার পর রাস পূর্ণিমায় আবার কান্তনগর মন্দিরে ফিরে যাবে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহ

আরও পড়ুন

Lading . . .