প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

রংপুর-বগুড়া মহাসড়কের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মহাসড়কের বড়দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে বাইজিদ (২০) ও তার সহযোগী ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে মুশফিক (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান রংপুরে যাচ্ছিল। বড়দগাঁহ ওভারপাস পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে নিয়োজিত রাস্তায় দাঁড়িয়ে থাকা ভেকুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও সহযোগী নিহত হন।
বড়দরগাঁহ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে ভোরে টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। ধনবাড়ী থানার উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই আকরাম হোসেন বলেন, সকাল ৭টার দিকে ধনবাড়ী থানার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটতলায় দুর্ঘটনা ঘটে। জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ও মোটরসাইকেলচালক এবং আরোহী ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন