নিজের জুস পান করে জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫
-68b31b2b80a6e.jpg)
ট্রেনের পাশে বসে থাকা মা-মেয়েকে জুস খাইয়ে অজ্ঞান করে অলংকার লুট করতে গিয়ে সন্দেহের জেরে ওই লোককে জুস পান করান পাশের যাত্রী। এতে জ্ঞান হারিয়েছেন অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া।
শনিবার (৩০ আগস্ট) ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঠাকুরগাঁও উপজেলার করনাই এলাকার দক্ষিণ মালঞ্চ গ্রামের ইশনী রায়ের স্ত্রী কৌশলা রাণী (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮) এবং অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়াকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
জানা যায়, কৌশলা রাণী মেয়ে বীথি রানীকে নিয়ে দিনাজপুরের বিরামপুর থেকে বাড়ি ফিরছিলেন। ট্রেনের ঝ বগির ৭৮ ও ৭৯ নাম্বার সিটে বসেন তারা। ফুল মিয়া ছিলেন ৭৭ নাম্বার সিটের যাত্রী। নিজেদের মধ্যে আলাপের একপর্যায়ে ফুল মিয়া তাদের জুস পান করিয়ে অজ্ঞান করে কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাশের আব্দুর রহিম নামে এক যাত্রী দেখে তাকে আটক করেন।
পরে ট্রেন যাত্রীদের চাপে পরে মানুষকে অজ্ঞান করতে নিজের তৈরি বোতলে থাকা অবশিষ্ট জুস পান করতে বাধ্য হন ফুল মিয়া। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে রেলওয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। এরপর তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
ফুল মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকার মো. আব্দুস সামাদের ছেলে।
সৈয়দপুর থানার ওসি মো. মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানার একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি সুস্থ হলে তাকে নীলফামারী আদালতে পাঠানো হবে।