Advertisement

বাড়ির পাশের ধানখেতে পড়ে ছিল কলেজছাত্রীর লাশ

প্রথম আলো

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের সদ্য রোপণ করা আমন ধানের খেত থেকে সুলতানা আক্তার ওরফে রত্না (২০) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুলতানা আক্তার ওই এলাকার কৃষক রবিউল ইসলামের মেয়ে। তিনি দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত ছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইসাদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই কলেজছাত্রী তাঁর বাবাকে ভাত খেতে দিয়ে নিজের ঘরে ঘুমাতে যান। আজ সকাল সাতটার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি ইউক্যালিপটাসের বাগানের পাশে আমনখেতে একটি মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন কয়েকজন কৃষক। তাঁরা আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে ওই তরুণীর পরিবারের লোকজনও সেখানে যান। তাঁরা লাশটি সুলতানা আক্তারের বলে শনাক্ত করেন। ওই কলেজছাত্রীর বড় ভাই মামুন ইসলাম লাশটি তুলে বাড়িতে নিয়ে যান।

ইউপি সদস্য ইসাদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের সময় লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ কিছু কাপড় ও একটি মুঠোফোনের কভার পাওয়া গেছে। তবে মেয়েটির ব্যবহারের মুঠোফোনটি পাওয়া যায়নি।

খবর পেয়ে দেবীগঞ্জ থানা–পুলিশ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। দেবীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, নিহত কলেজছাত্রীর লাশের প্রাথমিক সুরতহালে গলায় একটি হালকা দাগ ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত মেয়েটির পরিবার কোনো মামলা করেনি। ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল কাজ করছে।

Lading . . .