Advertisement

একদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর রোববার (১৭ আগস্ট) দুপুর ১টা থেকে দিনাজপুরের হিলি বন্দর আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, শনিবার (১৬ আগস্ট) জন্মষ্টামী উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার দুপুর ১টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উপলক্ষ্যে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

Lading . . .