হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে, প্রশ্ন গয়েশ্বর রায়ের
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে শুধু শেখ হাসিনা নয়, ১৪ দলেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমরা হাসিনার বিচার না করলে কারা বিচার করবে? তাদের বিচার হবে, বিচারের রায়ের পর জনগণের মধ্যে সংশয় থাকবে না।’
আজ বুধবার বিকেলে জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র–জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে বিএনপির আয়োজনে বিজয় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন হলে বিচার করা আরও সহজ হবে। তাঁরা দেশে আসুক বা না আসুক, অপরাধীর বিচার করতে অসুবিধা নাই।’ তিনি আরও বলেন, ‘শুধু হাসিনার বিচার হবে কেন? হাসিনার সঙ্গে যে আরও ১৪টি দল রয়েছে, তাদেরও বিচার করা হবে। বিচার একটি চলমান প্রক্রিয়া। বিচার বিচারের মতো চলবে প্রশাসন ও আদালতের মাধ্যমে।’
নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নির্বাচন আয়োজন করার কথা বলায় জনগণের মধ্যে স্বস্তি এসেছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এত দিন ষড়যন্ত্র ছিল নির্বাচন বিলম্ব করার। ঘোষণা হওয়ার পরও আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করার। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সরকারের ঘোষিত সময়ের মধ্যে যেন নির্বাচন হয়। এ জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব মোহাম্মদ মাহফুজ উন নবী ও জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান।