Advertisement

সিন্ডিকেট ভাঙা শুধু সরকারের একার দায়িত্ব নয়: স্বাস্থ্য উপদেষ্টা

যুগান্তর

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

অর্ন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, সিন্ডিকেট ভাঙা শুধু সরকারের একার দায়িত্ব নয়। স্থানীয় সচেতন ব্যক্তি, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্যকর্মীসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনবল সংকট একদিনে সৃষ্টি হয়নি। এটি সমাধান করা হবে। তবে সময় লাগবে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সারা দেশে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

চিকিৎসা সেবা, ওষুধ এবং রোগীদের চিকিৎসা গ্রহণের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরে উপদেষ্টা ওয়ার্ডে গিয়ে কর্মী এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর, সিভিল সার্জন শাহীন সুলতানা, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিবান মল্লিকসহ স্বাস্থ্য ও প্রশাসনের সিভিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Lading . . .