প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫
-68a20af885378.jpg)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক ও গাইবান্ধার সাদুল্লাপুরের নাজমুল হাসান সোহাগের বেগুনখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকালে সরেজমিন উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাঠে দেখা যায়- খেতের বেগুন গাছগুলো কেটে ফেলা হয়েছে। শনিবার রাতের কোনো এক সময়ে গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
খোঁজ নিয়ে জানা যায়, এনসিপি নেতা নাজমুল হাসান সোহাগের বাবা আব্দুর রহমান পেশায় একজন কৃষক। বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে সংসারের চাহিদা পূরণের চেষ্টা করেন তিনি। এর ধারাবাহিকতায় ৩০ শতক জমিতে বেগুন চারা রোপণ করছিলেন তিনি। এ খেত থেকে ফসল সংগ্রহ করে প্রায় ৪ লাখ টাকার বেশি বিক্রি করার স্বপ্ন ছিল তার। এর মধ্যে শনিবার (১৬ আগস্ট) রাতের কোনো এক সময় এই খেতের সব বেগুন গাছ কেটে সাবাড় করেছে কে বা কারা।
ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান বলেন, বেগুন চারা রোপণ করতে ইতোমধ্যে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ বলেন, কৃষি ফসলাদি চাষাবাদ আমাদের পরিবারের বেঁচে থাকার প্রধান অবলম্বন। বাড়ি থেকে আমাকে সকালে ফোন করে জানালেন আমাদের বেগুনের ৩০ শতাংশ জমির জমির বেগুন গাছ কেটে ফেলে সম্পূর্ণ জমির গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশে জানানো হয়েছে। আমি দেশবাসীর কাছে এই দুর্বৃত্তায়নের বিচার চাই।
সাদুল্লাপুর ধানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।