বেসরকারি সংস্থা নেবে আঞ্চলিক পরামর্শক, বেতন ৪০ লাখ টাকার বেশি
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

বেসরকারি সংস্থা ওয়াটারএইড দক্ষিণ এশিয়ায় ‘রিজিওনাল টেকনিক্যাল অ্যাডভাইজার–ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াশ’ পদে জনবল নেবে। নির্বাচিত প্রার্থী বাংলাদেশ (ঢাকা), নেপাল (কাঠমান্ডু), পাকিস্তান (ইসলামাবাদ)–এর যেকোনো অফিসে অথবা দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্য দেশে বসে কাজ করতে পারবেন।
চুক্তিভিত্তিক এ নিয়োগের মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। পূর্ণকালীন এই চাকরির আওতায় আঞ্চলিক পর্যায়ে জলবায়ু সহনশীল পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) কর্মসূচির মানোন্নয়ন ও কারিগরি সহায়তার দায়িত্ব থাকবে নির্বাচিত ব্যক্তির ওপর। বাংলাদেশে এ পদে বার্ষিক বেতন ৪০ লাখ ৩২ হাজার থেকে ৫৩ লাখ ৫৬ হাজার টাকা (সুবিধাসহ), নেপালে ৪৪ লাখ ২৮ হাজার থেকে ৫৬ লাখ ৩২ হাজার নেপালি রুপি ও পাকিস্তানে ৯৫ লাখ ৪০ হাজার থেকে ১ কোটি ৫১ লাখ রুপি।
আবেদনকারীর জলবায়ু সহনশীল ওয়াশ খাত ও নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষিণ এশিয়ায় কাজের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কাজ করার দক্ষতা থাকতে হবে। ভ্রমণ করার সক্ষমতা অপরিহার্য। যোগ্য প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে চাকরি
পদ: রিজিওনাল টেকনিক্যাল অ্যাডভাইজার–ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াশ
কর্মস্থল: ঢাকা/কাঠমান্ডু/ইসলামাবাদ বা দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্য দেশ (রিমোট)
বেতন: বাংলাদেশে বছরে ৪০ থেকে ৫৩ লাখ টাকা (সুবিধাসহ); নেপাল ও পাকিস্তানেও সমপরিমাণ প্রতিযোগিতামূলক বেতন
চুক্তি: তিন বছর (নবায়নযোগ্য)
কাজের ধরন: পূর্ণকালীন
যোগ্যতা: জলবায়ু সহনশীল ওয়াশ খাতে জ্যেষ্ঠ পর্যায়ের অভিজ্ঞতা, নীতিনির্ধারণী পর্যায়ে কাজের দক্ষতা
আবেদনের পদ্ধতি:
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫