Advertisement
  • হোম
  • ধর্ম
  • জুতা পরার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন

জুতা পরার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন

ঢাকা পোস্ট

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জুতা পরা একটি স্বাভাবিক বিষয়। আমরা সবাই জুতা, স্যান্ডেল পরি। জুতা পরার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম বা রীতি অনুসরণ করি না। জুতা পরার সময় ডান পা এবং খোলার সময় বাঁ পা-কে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি বলেছেন—

তোমাদের কেউ যখন জুতা পরে, তখন সে যেন ডান পা থেকে শুরু করে এবং যখন খোলে তখন সে যেন বাঁ পা থেকে শুরু করে, যাতে ডান পায়ের জুতা আগে পরা হয় এবং শেষে খোলা হয়।’ (বুখারি, হাদিস : ৫৮৫৬)

কখনো কোনো কারণে জুতা বহন করার প্রয়োজন হলে বাম হাতে বহন করা উত্তম। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ও উত্তম কাজে ডান হাত ব্যবহার করতেন। আর তুলনামূলক নিম্নমানের কাজে বাম হাত ব্যবহার করতেন। তাছাড়া একটি বর্ণনায় একজন সাহাবি থেকেও এমন আমল বর্ণিত হয়েছে।

আরও পড়ুন

মুসনাদে আহমাদের একটি দীর্ঘ হাদিসে আছে, আনাস (রা.) বলেন—

আমরা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তিনি বললেন, তোমাদের কাছে এ পথ দিয়ে এক জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে।

বর্ণনাকারী বলেন, ইত্যবসরে এক আনসারি ব্যক্তি করলেন, যার দাড়ি থেকে অজুর পানি ঝরছিল। আর তিনি জুতা জোড়া বাম হাতে বহন করে রেখেছিলেন। অতঃপর তিনি সালাম করলেন। (মুসনাদে আহমদ : ১২৬৯৭; বাজলুল মাজহুদ : ১৭/২১)

Lading . . .