Advertisement
  • হোম
  • ধর্ম
  • বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায়

বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায়

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায়
বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায়

বিপদে পড়লে মুমিনের উত্তম বৈশিষ্ট্য ও কর্তব্য হলো ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়া। কোরআনে ও হাদিসে বিপদে পড়লে ‘ইন্নালিল্লাহ’ পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ধৈর্যশীল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও; যারা কোনো বিপদে পড়লে বলে ওঠে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ অর্থাৎ আমরা সবাই আল্লাহরই এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। (সুরা বাকারা: ১৫৫-১৫৬)

পরের আয়াতে আল্লাহ তাদের পুরস্কার ঘোষণা করে বলেছেন, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে প্রশান্তি ও রহমত। আর তারাই তো হেদায়েতপ্রাপ্ত। (সুরা বাকারা: ১৫৭)

হাদিসে এসেছে, কোনো বিপদে পড়ে কেউ যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন’ পড়ে এবং আল্লাহর কাছে ধৈর্যের তওফিক চায়, উত্তম প্রতিদান চায়, তাহলে আল্লাহ তাকে ‍উত্তম প্রতিদান দেবেন। সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম নেয়ামত লাভ করবে।

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

উচ্চারণ: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা।

অর্থ: নিশ্চই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাবো। হে আল্লাহ! আমাকে বিপদে ধৈর্য ধারণের সাওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বদলা দিন।

তাহলে আল্লাহ তাকে উত্তম বদলা দিয়ে ধন্য করবেন। (সহিহ মুসলিম)

Lading . . .