Advertisement
  • হোম
  • ধর্ম
  • খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া কি সুন্নত?

খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া কি সুন্নত?

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া কি সুন্নত?
খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া কি সুন্নত?

প্রশ্ন: খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়াকে অনেকে সুন্নত বলে থাকে, এ ব্যাপারে জানতে চাই। নবিজি (সা.) কি খাওয়ার শুরুতে লবণ মুখে দিতেন?

উত্তর: খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়াকে সুন্নত বলার মতো নির্ভরযোগ্য দলিল আমাদের কাছে নেই। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসে পাওয়া যায় না যে, নবিজি (সা.) খাওয়ার শুরুতে লবণ মুখে দিতেন বা খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার কোনো ফজিলত বা বরকতের কথা বলেছেন।

এ ব্যাপারে মানুষের মধ্যে কিছু জাল হাদিস প্রচারিত রয়েছে। যেমন অনেকে বলে থাকে, নবিজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায়, সে তিন শত ষাটটি রোগ থেকে নিরাপদ থাকে। এর মধ্যে সর্বনিম্ন স্তরের রোগ হলো কুষ্ঠ ও ধবল।’

এটি নবিজির (সা.) কথা বা হাদিস নয়। হাফেজ সুয়ুতি (রহ.) ও ইরাকি (রহ.) এটিকে নবিজির (সা.) নামে প্রচারিত জাল বা বানোয়াট হাদিস বলেছেন। (যাইলুল লাআলিল মানসুআহ: ১৪২)

এ ছাড়াও খাওয়ার শুরু ও শেষে লবণ খাওয়ার ব্যাপারে আরো কিছু বর্ণনা মানুষের মুখে মুখে প্রচলিত আছে; যার সবগুলোই জাল ও ভিত্তিহীন।

তাই খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়াকে সুন্নত বলা বা মনে করা থেকে বিরত থাকতে হবে। খাওয়ার শুরুতে লবণ খাওয়ার ফজিলত সম্পর্কিত যে হাদিসগুলো মানুষের মধ্যে প্রচলিত আছে, ওই হাদিসগুলো বলা ও প্রচার করা থেকেও বিরত থাকতে হবে।

সালামাহ ইবনুল আকওয়া (রা.) বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি যা বলি নি তা যে আমার নামে বলবে, সে জাহান্নামে যাবে। (সহিহ বুখারি: ১/৫২)

Lading . . .