Advertisement
  • হোম
  • ধর্ম
  • শিশুদের মহানবীর জীবনী পাঠে অভ্যস্ত করা অপরিহার্য :...

শিশুদের মহানবীর জীবনী পাঠে অভ্যস্ত করা অপরিহার্য : শায়খ আহমাদুল্লাহ

ঢাকা পোস্ট

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে এবং সুন্দর সমাজ বিনির্মাণে শিশুদের শৈশব থেকেই মহানবীর জীবন ও চরিত্রের সঙ্গে পরিচয় করানো অপরিহার্য বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেছেন, তরুণ প্রজন্মের মাঝে যত বেশি সীরাত চর্চা ছড়িয়ে দেওয়া যাবে, তাদের ভবিষ্যত তত বেশি সুন্দর হয়ে ওঠবে।

বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর আয়োজনে সেন্ট্রাল কাউলুন মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত ‘পবিত্র সীরাত-উন-নবী (সা.)’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, অনেক বাবা-মা সন্তানদের অতিরিক্ত ক্যারিয়ারিস্ট করে গড়ে তুলতে গিয়ে বস্তুবাদী জীবনধারায় এমনভাবে নিমজ্জিত করে ফেলেন যে, তারা নিজেদের মূল্যবোধ ও আত্মপরিচয় থেকে বিচ্যুত হয়ে পড়ে। সন্তানের ভালো ক্যারিয়ার চিন্তার পাশাপাশি তাদের আত্মপরিচয় ও ইসলামি আইডেন্টিটি যেন টিকে থাকে, এ বিষয়ে বাবা-মাকে বিশেষভাবে যত্নবান হতে হবে।

হংকং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশের প্রতি প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসী হিসাবে নিজ দেশের ভাবমূর্তি ও একজন মুসলিম হিসাবে ইসলামের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

প্রবাসীদের তিনি বিশেষভাবে বলেন, প্রবাস জীবনে অর্থ উপার্জনের পাশাপাশি যেন আমরা পরিবার ও সন্তানদের সঠিক তত্ত্বাবধানের ব্যাপারে অলসতা না করি। অনেক প্রবাসী শুধু অঢেল ধন-সম্পদ অর্জনের পিছনে পড়ে থাকে, অন্যদিকে নিজের পরিবার ও সন্তান বিপদগামী হয়ে পড়ে কিন্তু খোঁজ রাখে না। ফলশ্রুতিতে একটা সময় আফসোসের অন্ত থাকে না।

আরও পড়ুন

এছাড়াও প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা, হালাল উপার্জন ও সৎভাবে জীবনযাপন করারও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মুফতি ইফতিখার হুসেন ও মাওলা মাসউদ। প্রায় ছয় শতাধিক প্রবাসী নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর সভাপতি আশফাকুর রহমান ও বাংলাদেশ অ্যাম্বাসির কনস্যুলেট জেনারেল ড. শাহ মুহাম্মদ তানভীর মনসূর।

হংকং-এর তুমচং ও শাম শুই পো-তে আরও দুটি প্রোগ্রামে বক্তব্য প্রদান করেছেন শায়খ আহমাদুল্লাহ। হংকং-এর প্রধান খতিব মুফতি মুহাম্মাদ আরশাদ ও দি ইসলামিক কাউন্সিল অব ইউরোপ-এর ফতোয়া বোর্ডের চেয়ারম্যান শায়খ ড. হাইথাম আল-হাদ্দাদের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বিশেষ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

Lading . . .