Advertisement

গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির আমল

ঢাকা পোস্ট

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

হাদিসে গুনাহ মাফ এবং আল্লাহর কাছে একজন মানুষের মর্যাদা বৃদ্ধির বিভিন্ন আমলের কথা বর্ণিত হয়েছে। এমন আমলের মধ্যে অন্যতম হলো সঠিকভাবে অজু করা, বেশি বেশি মসজিদে যাওয়া ও এক নামাজ আদায়ের পর অন্য ওয়াক্তের নামাজ আদায়ের জন্য অপেক্ষা করা।

এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কাজের সংবাদ দিব না, যা করলে তোমাদের গোনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বুলন্দ হবে?

সাহাবায়ে কিরাম বললেন, অবশ্যই। তিনি বললেন, তা হচ্ছে, কষ্টকর স্থান বা সময়ে অজুর পানি সঠিকভাবে পৌঁছানো, মসজিদের প্রতি বেশি বেশি পদক্ষেপ এবং এক নামাজের পরে অন্য নামাজের অপেক্ষায় থাকা। (মুসলিম, হাদিস : ২৫১)

আরও পড়ুন

অজুর ফজিলত সম্পর্কে অন্য হাদিসে নুআইম মুজমির (রহ.) বলেন, আমি আবু হুরায়রা (রা.)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অজু করে বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে, যে অজুর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।’ (বুখারি, হাদিস : ১৩৬)

যে ব্যক্তি বেশি বেশি মসজিদে যায় তার সম্পর্কে অন্য একটি হাদিসে হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) ইরশাদ করেছেন, যখন তোমরা কাউকে অধিক পরিমাণে মসজিদে আসতে অভ্যস্ত দেখ, তার ঈমানদার হওয়ার সাক্ষী দাও। সুনানে তিরমিজি, হাদিস : ৩০৯৩)

Lading . . .