Advertisement
  • হোম
  • ধর্ম
  • রুকুতে যাওয়ার সময় তাকবির না বললে নামাজ হবে?

রুকুতে যাওয়ার সময় তাকবির না বললে নামাজ হবে?

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

রুকুতে যাওয়ার সময় তাকবির না বললে নামাজ হবে?
রুকুতে যাওয়ার সময় তাকবির না বললে নামাজ হবে?

নামাজে শুধু তাকবিরে তাহরিমা বলা ফরজ। রুকু-সিজদার তাকবিরসহ এক রোকন থেকে আরেক রোকনে স্থানান্তরের তাকবিরগুলো বলা সুন্নত। ইচ্ছাকৃত বা ভুলে এই তাকবিরগুলো ছুটে গেলে নামাজ বাতিল হবে না, সাহু সিজদাও ওয়াজিব হবে না। তবে এই তাকবিরগুলো বলা যেহেতু সুন্নত, তাই ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া ঠিক নয়।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন নামাজে দাঁড়াতেন, তখন তাকবির দিতেন। তারপর রুকুতে গেলে তাকবির দিতেন। তারপর যখন রুকু থেকে উঠতেন, তখন বলতেন 'সামিআল্লাহু লিমান হামিদাহ'। এরপর তিনি দাঁড়িয়ে বলতেন, 'রব্বানা লাকা আল-হামদ'। তারপর যখন সিজদায় যেতেন, তখন তাকবির দিতেন। যখন মাথা তুলতেন, তখন তাকবির দিতেন। এরপর দ্বিতীয় সিজদায় যাওয়ার সময় তাকবির দিতেন। তারপর মাথা তোলার সময় তাকবির দিতেন। এভাবে তিনি পুরো নামাজে এই নিয়ম অনুসরণ করতেন, যতক্ষণ না নামাজ শেষ হতো। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

নামাজে রুকু-সিজদা বা এক রোকন শেষ করে আরেক রোকনে যাওয়ার তাকবির বলার সুন্নত পদ্ধতি হলো যখন কোনো রোকন শেষ হবে তখন তাকবির বলা শুরু করবে এবং পরবর্তী রোকনে গিয়ে শেষ করবে। যেমন রুকুতে যাওয়ার সময় নামাজ আদায়কারী যখন রুকুর দিকে ঝুঁকতে শুরু করবে, তখন তাকবির বলা শুরু করবে এবং তা শেষ করবে রুকুতে পৌঁছানোর আগেই, যাতে তাকবির কিয়াম বা দাঁড়ানো অবস্থা ও রুকুর মধ্যবর্তী সময়ের মধ্যে সম্পন্ন হয়।

যে রোকন শেষ হয়েছে সেখানেই তাকবির বলা অথবা পরবর্তী রোকনে পৌঁছে তারপর তাকবির বলা সঠিক পদ্ধতি নয়। ফোকাহায়ে কেরাম এটাকে মাকরুহ বলে উল্লেখ করেছেন। বিশেষত ইমাম এভাবে তাকবির দিলে এ কারণে অনেক মুসল্লির নামাজে বিঘ্ন ঘটতে পারে। তাই তাদের বিষয়টি খেয়াল করা উচিত।

তাকবিরে তাহরিমা না বললে নামাজ শুদ্ধ হবে না

যে তাকবিরের মাধ্যমে নামাজ শুরু করা হয়, ওই তাকবিরকে তাকবিরে তাহরিমা বলে। তাকবিরে তাহরিমার মাধ্যমে নামাজ আদায়কারী নামাজে প্রবেশ করে এবং নামাজের বাইরের সব কাজকর্ম হারাম বা নিষিদ্ধ হয়ে যায়।

রাসুল (সা.) বলেন, সালাতের চাবি হল পবিত্রতা। তাকবিরে তাহরিমা নামাজের বাইরের সব কাজ কাজ হারাম করে দেয় আর সালাম তা হালাল করে। (তিরমিজি: ২৩৮)

নামাজের শুরুতে তাকবিরে তাহরিমা বলা ফরজ। তাকবিরে তাহরিমা না বললে নামাজ শুদ্ধ হয় না। নামাজের জামাতে ইমাম রুকুতে চলে যাওয়ার পর কেউ যদি জামাতে শরিক হয়, তার জন্যও দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা বলে তারাপর রুকুতে যাওয়া জরুরি।

কেউ যদি ভুল করে তাকবিরে তাহরিমা না বলে নামাজ শুরু করে, তার নামাজ শুদ্ধ হবে না।

Lading . . .