Advertisement
  • হোম
  • ধর্ম
  • দুনিয়াদারদের পরিণতি সম্পর্কে যা বলেছেন আল্লাহ তায়া...

দুনিয়াদারদের পরিণতি সম্পর্কে যা বলেছেন আল্লাহ তায়ালা

ঢাকা পোস্ট

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

দুনিয়ার মোহ-মায়ায় আটকে যারা পরকাল ও আল্লাহকে ভুলে যায়, অথবা দুনিয়াকেই শুধু প্রাধান্য দেয়,তাদেরকে তাদেরকে দুনিয়াদার বলা হয়। এমন ব্যক্তিরা শুধু ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন নিয়েই মত্ত। পরকাল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং তারা পরকালের জন্য কিছু করেও না।

মৃত্যু পর্যন্ত দুনিয়ার মোহ মানুষকে পেয়ে বসে। প্রিয়নবী (সা.) বলেন, ‘বৃদ্ধের অন্তর দুই জিনিসের অন্ধমোহে যুবাতুল্য: দুনিয়ার মোহ ও সম্পদের মোহ।’ (মুসলিম)

অন্য বর্ণনায় আছে, ‘আদমসন্তান বুড়ো হয়, অথচ তার দুটি জিনিস জোয়ান হতে থাকে : ধন-সম্পদের লোভ ও দুনিয়ার লোভ।’ (বুখারি, হাদিস : ৬৪২১)

এ জন্যই দুনিয়ার মোহ ও দুনিয়াদারির বিরুদ্ধে প্রিয়নবী (সা.) বলেছেন—‘অর্থের গোলাম ধ্বংস হোক, ধ্বংস হোক সম্পদের গোলাম, ধ্বংস হোক পোশাকের গোলাম...।’ (বুখারি)

আরও পড়ুন

দুনিয়াদারিতে মত্ত ব্যক্তির পরণতি ভালো নয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন—


اِنَّ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا وَ رَضُوۡا بِالۡحَیٰوۃِ الدُّنۡیَا وَ اطۡمَاَنُّوۡا بِهَا وَ الَّذِیۡنَ هُمۡ عَنۡ اٰیٰتِنَا غٰفِلُوۡنَ ۙاُولٰٓئِكَ مَاۡوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوۡا یَكۡسِبُوۡنَ

যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবন নিয়েই পরিতৃপ্ত থাকে এবং এতেই যারা নিশ্চিন্ত থাকে এবং যারা আমার নিদর্শনাবলী সম্বন্ধে উদাসীন; এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম। (সুরা ইউনুস, আয়াত : ৭-৮)

এ আয়াতে জাহান্নামের অধিবাসীদের বিশেষ লক্ষণসমূহ বর্ণনা করা হচ্ছে। প্রথমত, তারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে না, বিশ্বাসও করে না।

দ্বিতীয়ত, তারা আখেরাতের চিরস্থায়ী জীবন ও তার অনন্ত-অসীম সুখ-দুঃখের কথা ভুলে গিয়ে শুধুমাত্র পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে।

তৃতীয়ত, পৃথিবীতে তারা এমন নিশ্চিত হয়ে বসেছে যেন এখান থেকে আর কোথাও তাদের যেতেই হবে না; চিরকালই যেন এখানে থাকবে। কখনো তাদের একথা মনে হয় না যে, এ পৃথিবী থেকে প্রত্যেকটি লোকের বিদায় নেয়া এমন বাস্তব বিষয় যে, এতে কখনো কোন সন্দেহ হতে পারে না।

তাছাড়া এখান থেকে নিশ্চিতই যখন যেতে হবে, তখন যেখানে যেতে হবে, সেখানকার জন্যও তো খানিকটা প্রস্তুতি নেয়া কর্তব্য ছিল।
চতুর্থত, এসব লোক আল্লাহর নিদর্শনাবলী ও আয়াতসমূহের প্রতি ক্রমাগত গাফিলতী করে চলেছে। সুতরাং এরা না আল্লাহর কোরআনের আয়াত দ্বারা উপকৃত হয়, না আসমান-যমীন কিংবা এ দুয়ের মধ্যবর্তী কোন সাধারণ সৃষ্টি অথবা নিজের অস্তিত্ব সম্পর্কে একটুও চিন্তা-ভাবনা করে। তাই তাদের ঠিকানা, অবস্থান ও বাসস্থান হবে জাহান্নাম যেখান থেকে তারা আর কোথাও যেতে বা পালাতে পারবে না। কারণ তারা কুফরী, শিরক ও বিভিন্ন প্রকার পাপের মাধ্যমে তাই অর্জন করেছে।

কাতাদা বলেন, দুনিয়াদারদের তুমি দেখবে যে, তারা দুনিয়ার জন্যই খুশী হয়, দুনিয়ার জন্যই চিন্তিত হয়, দুনিয়ার জন্যই চিন্তিত হয়, দুনিয়ার জন্যই অসন্তুষ্ট হয় আর দুনিয়ার জন্যই সন্তুষ্ট হয়।

Lading . . .