
মোহন ও ৪০ নতুন গান
‘যন্ত্রণা’, ‘মোমবাতি’ আর ‘প্রজাপতি’ গানে নিজেকে চিনিয়েছেন মোহন শরীফ। কৈশোরের প্রেম, বিষাদ আর হৃদয়ভাঙা সুরে আলাদা পরিচিতি পেয়েছেন এই তরুণ সংগীতশিল্পী। মোহনের অনুরাগীদের অনুযোগ, তাঁর গানের সংখ্যা হাতে গোনা। অনুরাগীদের অনুযোগ আমলে নিয়েছেন মোহন—২টি কিংবা ৪টি নয়, ৪০টি নতুন গান নিয়ে আসছেন শিল্পী।২৭ আগস্ট, ২০২৫