বলিউডে ফের পাকিস্তানি গান নকলের অভিযোগ, নেট মাধ্যমে তোলপাড়
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

সম্প্রতি বলিউডের একটি নতুন গান ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। কারণ, ‘ডেঞ্জার’ নামের গানটি শোনার পর অনেকেই দাবি করছেন, এটি পাকিস্তানি ড্রামা মান্নাত মুরাদ-এর জনপ্রিয় গান ‘লাল স্যুট’-এর সুর ও আবহের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে।
মূল গান: লাল স্যুট
বলিউডের নতুন গান: ডেঞ্জার
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
দুটি গানের ভিডিও পাশাপাশি শেয়ার করে অনেকে প্রশ্ন তুলছেন—এটা কতটা ‘inspired’ আর কতটা সরাসরি নকল?
এক্স (টুইটার) ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন।
অনেকেই বলছেন, বলিউড আবারও পাকিস্তানের সৃজনশীলতা থেকে অতিরিক্ত ধার নিয়েছে।
বলিউডের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন নয়, এমন অভিযোগ আগেও উঠেছে। যেমন- ২০২২ সালে মুক্তি পাওয়া যুগযুগ জিও-র ‘দ্য পুঞ্জাব্বান সং’ সরাসরি নেওয়া হয়েছিল আব্রার উল হক-এর ক্লাসিক ‘নাচ পুঞ্জাবান’ থেকে। গায়ক নিজেই প্রকাশ্যে বলিউডের সমালোচনা করেছিলেন।
পাকিস্তানি সঙ্গীতের বৈশ্বিক স্বীকৃতি
অন্যদিক পাকিস্তানি গানের সৃজনশীলতা শুধু সমালোচনাতেই নয়, আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে।
পাকিস্তান কোক স্টুডিওকে অনেকেই অনন্য বলছেন। ভারতীয় শিল্পী শিল্পা রাও পর্যন্ত একে পাকিস্তানের প্রধান সঙ্গীতধারা হিসেবে আখ্যায়িত করেছেন।
পাশাপাশি অসংখ্য ড্রামা OST (অরিজিনাল সাউন্ডট্র্যাক) ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে।
মোদ্দাকথা হলো- ডেঞ্জার গানকে ঘিরে বিতর্ক হয়তো দ্রুত স্তিমিত হবে, কিন্তু এটি আবারও প্রমাণ করে যে—পাকিস্তানি সঙ্গীত আজও দক্ষিণ এশিয়ার শ্রোতাদের জন্য মৌলিক অনুপ্রেরণার উৎস। আর বলিউড এখন আর তেমন দীর্ঘস্থায়ী হিট গান তৈরি করতে পারছে না, যেভাবে করত ২০০০ থেকে ২০২০-এর দশকে। সূত্র: জিও নিউজ