Advertisement

অবশেষে দুই কিংবদন্তির ইচ্ছেপূরণ

যুগান্তর

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

দুই কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। ছবি: যুগান্তর
দুই কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। ছবি: যুগান্তর

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে একসঙ্গে গান করার ইচ্ছা পোষণ করেছিলেন দেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। কারণ ক্যারিয়ারে আলাদাভাবে অনেক জনপ্রিয় গান থাকলেও তাদের একসঙ্গে কোনো গান ছিল না।

সম্প্রতি তাদের সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি এ প্রজন্মের শিল্পী, সুরকার, সংগীত পরিচালক সম্রাট আহমেদ। তিনি এ দুই কিংবদন্তিকে দিয়ে একটি গান গাইয়েছেন। এটি লিখেছেন কানাডা প্রবাসী সাবেক সেনা কর্মকর্তা গীতিকার ফারুক আনোয়ারের। শিরোনাম ‘বন্ধু ও ভাই’। সুর ও সংগীতায়োজন করেছেন স্রমাট।

গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে গানটির মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। ভিডিওতেও অংশ নিয়েছেন খুরশীদ আলম ও লিনু বিল্লাহ। শিগ্গির এটি এফএ মিউজিক নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এ গান প্রসঙ্গে গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘আমার পরম সৌভাগ্য আমাদের সংগীতাঙ্গনের কিংবদন্তি দুই শিল্পীর জন্য গান লিখেতে পেরেছি। তারা আমার লেখা পছন্দ করেছেন, যেন এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

খুরশীদ আলম বলেন, ‘শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে। কারণ তার কাছেই গল্পচ্ছলে বলেছিলাম, যদি দুই বন্ধু মিলে একটি গান করা যেত, তাহলে খুব ভালো হতো। অভি তা খবরে রূপান্তর করে। অবশেষে হয়ে গেল গান। ধন্যবাদ ফারুক ও সম্রাটকে এতো বড় একটি কাজ করার জন্য।’

লীনু বিল্লাহ বলেন, ‘এভাবে যে একটি গান সত্যি সত্যিই হয়ে যেতে পারে এটিই তার প্রমাণ। আমার বিশ্বাস গানটি সবার মনে গেঁথে রবে এবং বহুকাল শ্রোতা দর্শকের মাঝে বেঁচে থাকবে কালজয়ী গান হিসেবে।’ সম্রাট আহমেদ বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য এবং অনেক বড় অর্জন, দুজন কিংবদন্তি শিল্পীর জন্য গান করতে পেরেছি।’

আরও পড়ুন

Lading . . .