Advertisement

অন্তর্জালে হাবিবের নতুন গান

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

জনপ্রিয় সংগীততারকা হাবিব ওয়াহিদ। চলতি বছরের শুরু থেকেই নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি স্টেজেও অংশ নিয়েছেন। যদিও স্টেজ শো-তে খুব বেশি গাইতে দেখা যায় না এ শিল্পীকে। তাই ভক্তদের জন্য স্টুডিও থেকে নিয়মিত নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি প্রকাশ করেছেন ‘জানি না’ শিরোনামে একটি নতুন গান। এর কথা লিখেছেন শ্রাবণ, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।

গান প্রসঙ্গে হাবিব বলেন, ‘এটি স্যাড-রোমান্টিক। মাঝখানে রোমান্টিক ও ফোক ঘরানার গান করেছি বেশি। এবার স্যাড ঘরানার গান করার উদ্যোগ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরেই নিজের পাশাপাশি অন্যদের সুর ও সংগীতে কাজ করছি। যারা মনে করছেন আমার কণ্ঠকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করা যায়, তাই আমিও এটাকে এক্সপেরিমেন্টাল হিসাবে দেখছি।’

এদিকে দুই সপ্তাহ আগেই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় তার ‘দিলা না’ শিরোনামের একটি গান। সেটি ভক্ত-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এদিকে এ শিল্পী জানান, নতুন আরও কিছু গান নিয়ে তিনি কাজ করছেন। শিগগিরই সেগুলো প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

Lading . . .