Advertisement

স্টেজ শোতে ফিরছেন কুমার বিশ্বজিৎ

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

দীর্ঘ বিরতির পর অবশেষে স্টেজ শোতে ফিরছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। একমাত্র ছেলে নিবিড়ের দুর্ঘটনার কারণেই দীর্ঘদিন কানাডায় অবস্থান করছেন তিনি। নিবিড় এখন আগের চেয়ে কিছুটা সুস্থ। তাই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কুমার বিশ্বজিৎ। জানিয়েছেন, স্টেজ শোতে ফিরবেন।

২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি শোয়ের মাধ্যমে প্রত্যাবর্তন হচ্ছে তার। এরপর একই দেশের আরও পাঁচটি স্টেটে শোতে গান গাইবেন বলে নিশ্চিত করেছেন এ সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে কানাডা থেকে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার ছেলে যখন দুর্ঘটনায় কবলিত হয়, তখন থেকে আজ অবধি সবার কাছ থেকে ছেলের জন্য যে ভালোবাসা পেয়েছি, যে দোয়া পেয়েছি তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। সেসব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে, ভালোবাসা জানাতে আমি তাদের সামনে আবার গানে গানে হাজির হচ্ছি। তাদের সামনে দাঁড়িয়ে গান তো শোনাবই, পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করতে চাই।

কারণ, ঈশ্বরের অসীম কৃপায় আর মানুষের দোয়া ও ভালোবাসায় নিবিড় এখন বেশ খানকিটা সুস্থ। সে যেন দ্রুত পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে এ দোয়াই চাই আমি। যারা আমাকে অস্ট্রেলিয়াতে পরপর পাঁচটি শো করার সুযোগ করে দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

Lading . . .