Advertisement

প্রকাশ হলো শিল্পী মনির হোসেনের নতুন গান ‘নিশ্চুপ ‘রাত’

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

সম্প্রতি প্রকাশ হয়েছে সংগীতশিল্পী মনির হোসেনের নতুন গান ‘নিশ্চুপ রাতে’। শান্ত রহমান ফিচারিং মনির হোসেন হিসেব প্রকাশ হওয়া এই গানটি রক ঘরানার। ইতোমধ্যে গানটি রক গানের শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

‘নিশ্চুপ রাতে’ গানটির কথা লিখেছেন শান্ত রহমান। সুর এবং সংগীতেও আছেন তিনি। BOOM Music ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে।

শিল্পী মনির হোসেন যুগান্তরকে বলেন, অনেকদিন পর নতুন গান প্রকাশ করেছি। শ্রোতা দর্শকদের ভালোবাসাই আজকে আমাকে একজন রক গানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, যারা ইতোমধ্যে গানটি শুনে তাদের ভালোলাগা প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা এখনও গানটি শুনেননি, আশা করবো তারা গানটি শুনবেন।

প্রসঙ্গত, শিল্পী মনির হোসেন এক সময়ের আলোচিত রক ব্যান্ড স্ট্রাইকিং এর গায়ক ছিলেন। জি সিরিজ থেকে প্রকাশ হয়েছিল ব্যান্ডটির একমাত্র অ্যালবাম ‘সূর্য দিবস’।

আরও পড়ুন

Lading . . .