Advertisement
  • হোম
  • খেলা
  • রোববার ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে...

রোববার ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ!

নয়াদিগন্ত

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তান দল |সংগৃহীত
পাকিস্তান দল |সংগৃহীত

আগামী রোববার এশিয়া কাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে, ম্যাচের আগে দুঃসংবাদ পাকিস্তানের ভক্তদের জন্য।

জিও নিউজ জানিয়েছে, অধিনায়ক সালমান আলি আগা ইনজুরির শিকার হয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে পাকিস্তানের অনুশীলন থাকলেও অনুশীলন করেননি সালমান। সেখান থেকেই জল্পনা তৈরি হয়েছে, রোববার ভারতের বিপক্ষে খেলবেন তো তিনি?

এ সময় তার ঘাড়ে ব্যান্ডেজ দেখা গেছে। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সালমানের বড় কোনো চোট নেই। হালকা সমস্যা রয়েছে। সে কারণেই অনুশীলন করেননি তিনি। পাকিস্তানের প্রথম ম্যাচের আগে সালমান পুরো সুস্থ হয়ে উঠবেন।

রোববার ভারতের বিপক্ষে খেলার আগে, পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের বিপক্ষে। দুবাইয়ের মাঠে এরই মধ্যে শুরু হয়েছে সেই ম্যাচটি। যেখানে একাদশে আছেন সালমান। এজন্য বলা যায়, তার অসুস্থতা খুব গুরুতর কিছু নয়।

Lading . . .