Advertisement

জার্সিতে নাম পাল্টালেন হলান্ড

কালবেলা

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

নরওয়ের জার্সিতে হলান্ড। ছবি : সংগৃহীত
নরওয়ের জার্সিতে হলান্ড। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবার জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনলেন নিজের নামের অক্ষরে। নরওয়ের জার্সিতে আর শুধু ‘হলান্ড’ নয়, এবার লেখা থাকবে তার পুরো পদবি— ‘ব্রাউট’।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের এ সিদ্ধান্ত এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে। নরওয়ে আগামী সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে তারা স্বাগতিক হবে মলদোভার বিপক্ষে।

হলান্ড এখন পর্যন্ত নরওয়ের হয়ে ৪৩ ম্যাচে ৪২ গোল করেছেন। তবে ক্যারিয়ারে এখনো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হয়নি তার। এবার বাছাইপর্বে নরওয়েকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন এই তারকা স্ট্রাইকার।

প্রিমিয়ার লিগ মৌসুমটাও দারুণভাবে শুরু করেছেন তিনি। উদ্বোধনী ম্যাচে উলভসের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলমেশিন খ্যাতির প্রমাণ দিয়েছেন আবারও।

জার্সিতে নাম পরিবর্তনের এ সিদ্ধান্তকে ভক্তরা দেখছেন একপ্রকার ব্যক্তিগত পরিচয়ের দাবি হিসেবেই—যেখানে নিজের আসল পদবি ‘ব্রাউট’কে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে চাইছেন হালান্ড।

Lading . . .