প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

টটেনহাম ছাড়ার তিন দিন পর মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে (এলএএফসি) যোগ দিয়েছেন হিউং-মিন সন। ৩৩ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড মঙ্গলবার এলএএফসির সঙ্গে চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে তাঁকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে এলএএফসি। সনের দলবদল বাবদ দুই কোটি মার্কিন ডলার খরচ করেছে লস অ্যাঞ্জেলেস, যা এমএলএসে রেকর্ড।
২০১৫ থেকে টানা এক দশক ইংলিশ ক্লাব টটেনহামে কাটিয়েছেন সন। গত রোববার প্রাক্–মৌসুমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় নিউক্যাসলের বিপক্ষে খেলে টটেনহাম, ম্যাচের আগের দিন ক্লাব ছাড়ার ঘোষণা দেন সন। ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করা সন মঙ্গলবার এলএএফসির সঙ্গে চুক্তি সইয়ের পর দলটির ম্যাচ দেখতে যান। বিএমও স্টেডিয়ামে এলএএফসি–টাইগ্রেসের বিপক্ষে ম্যাচের সময় লাক্সারি স্যুটে থাকা সনকে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়।
কোরিয়ান ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হিসেবে পরিচিত সন নিজের নতুন ঠিকানা হিসেবে স্বদেশি আবহের জায়গাই বেছে নিয়েছেন। কোরিয়ার বাইরে সবচেয়ে বেশি কোরিয়ান বসবাস করে থাকেন লস অ্যাঞ্জেলেসে। এখানে একটি কোরিয়াটাউন নামে একটি জায়গাও আছে, যার অবস্থান এলএএফসির বিএমও স্টেডিয়াম থেকে মাত্র কয়েক মাইল দূরে।
সনের এলএএফসিতে যাওয়া তাঁর জাতীয় দলের জন্যও উপকারী। আগামী বছর ফিফা বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রেই, যা চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া সনকে বাড়তি সুবিধাই দেবে। সন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগটিতে যোগ দিচ্ছেন ইউরোপ থেকে আসা অন্যান্য ফুটবলারের তুলনায় কম বয়সে।
২০২৩ সালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে নাম লেখান, তাঁর বয়স ছিল ৩৫ বছর। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ ও ফরাসি তারকা অলিভিয়ের জিরুরা এসেছেন ৩৭–এ। সেই তুলনায় ৩৩ বছর বয়সী সন এসেছেন আগেভাগেই।
আর নতুন ক্লাবেই সন সতীর্থ হিসেবে পাবেন পুরোনো ক্লাবসঙ্গী হুগো লরিসকে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই গোলকিপার সনের সঙ্গে টটেনহামে ছিলেন, গত বছর যোগ দিয়েছেন এলএএফসিতে।