ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে রাবাদাকে নিয়ে দুঃসংবাদ পায় দ. আফ্রিকা
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

গোড়ালির চোটে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ (মঙ্গলবার) থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন রাবাদা। সিরিজে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নেন তিনি।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন গোড়ালিতে অস্বস্তিবোধ করায় স্ক্যান করা হয় রাবাদার। রিপোর্টে তার গোড়ালিতে চোট ধরা পড়ে।
কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচ শুরুর এক ঘন্টা আগে রাবাদার ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
সিএসএ আরও জানায়, অস্ট্রেলিয়াতে থেকেই দক্ষিণ আফ্রিকার মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন রাবাদা।
দক্ষিণ আফ্রিকা দল
তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।
আরও পড়ুন