চলছে ইকুয়েডর-আর্জেন্টিনা ম্যাচ, খেলা দেখবেন যেভাবে
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকাল ৫টায় গুয়াইয়াকিলের এস্তাদিও মনুমেন্টাল ব্যাংকো পিচিঞ্চায় শুরু হয় ম্যাচটি।
ইকুয়েডর ম্যাচে নেই লিওনেল মেসি। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে তিনি ফিরে গেছেন মায়ামিতে আর কোচ লিওনেল স্কালোনি সাজিয়েছেন কিছুটা বদলে যাওয়া একাদশ।
বাংলাদেশসহ উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচ দুটি। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রিপশন থাকলে সমর্থকরা ম্যাচগুলো দেখতে পারবেন।
কিছু জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো beIN Sports, HD Streamz, Fox Sports, এবং Globo। এছাড়াও কিছু থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy, Yacine TV, এবং Live NetTV তে ফ্রি স্ট্রিমিং পাওয়া যেতে পারে, তবে এগুলো অফিসিয়াল নয়, সুতরাং এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।