প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পদ্মা জোনের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বগুড়া।
পুরুষ বিভাগে আট জেলা অংশ নেয়। সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও পাবনা। ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বগুড়া ২৫-১৯ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে পদ্মা জোনের চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগে অংশ নিয়েছিল ছয় দল। পুরুষদের মতো নারী বিভাগের সেমিফাইনালের লাইনআপ অপরিবর্তিত ছিল, শেষ চারে লড়েছে বগুড়া, রাজশাহী, পাবনা ও জয়পুরহাট। ফাইনালে পাবনা জেলা অবশ্য বগুড়ার সামনে খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের স্কোরলাইন ৪০-১৮।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা প্রশাসক হোসনা আফরোজা। আরও উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশকে আট জোনে ভাগ করে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে। পদ্মা জোনের পর রংপুর জেলায় অনুষ্ঠিত হবে তিস্তা জোনের খেলা। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতি জোনের বিজয়ী দল নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চার দল সার্ভিসেস দলের সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। এ আসরের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।