Advertisement
  • হোম
  • খেলা
  • ইনজুরিতে পড়ে কয় ম্যাচ খেলবেন না মেসি?

ইনজুরিতে পড়ে কয় ম্যাচ খেলবেন না মেসি?

কালবেলা

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা দলে ফেরার এক মাস পরই আবার ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে মৃদু চোট পেয়েছেন তিনি। যদিও চোট গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, তবু এই চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে যাচ্ছেন 'লা পুলগা'।

গত শনিবার লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাত্র ১০ মিনিট খেলেই মাঠ ছাড়েন মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি। পরদিন ইন্টার মায়ামি জানায়, চোটটি মৃদু হলেও ফেরার নির্দিষ্ট কোনো তারিখ নেই।

এই চোটে শুধু ইন্টার মায়ামি নয়, বিপাকে পড়েছে আর্জেন্টিনাও। কারণ আগামী মাসেই দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তে। ৪ সেপ্টেম্বর বুয়েনাস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে তারা, আর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। যদিও আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে, তবু মেসির উপস্থিতি মানেই বাড়তি আকর্ষণ।

বর্তমানে মেসির চোট গুরুতর নয় বলেই জানা গেছে। তাই ধারণা করা হচ্ছে, তিনি সেপ্টেম্বরের ম্যাচগুলোর জন্য ফিট থাকবেন। তবে সতর্কতা হিসেবে ম্যাচ ফিটনেস ও চোটের উন্নতির ওপর নির্ভর করেই তার খেলা নির্ভর করবে।

এ ছাড়া এটিও মনে রাখা দরকার যে, গত এক বছর ধরেই চোট যেন পিছু ছাড়ছে না মেসির। গত বছরের মার্চেও তিনি একই হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন। এরপর কোপা আমেরিকার ফাইনালে পায়ে লিগামেন্ট ইনজুরি পান। যদিও অস্ত্রোপচার ছাড়াই সেই চোট সারানো হয়; কিন্তু দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এ ছাড়া বাঁ পায়ের অ্যাডাক্টর সমস্যার কারণেও তাকে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে হয়।

মেসি কতটি ম্যাচ মিস করতে পারেন?

ইন্টার মায়ামির আগামী পাঁচটি ম্যাচ:

  • ৬ আগস্ট : পুমাস (লিগস কাপ)
  • ১০ আগস্ট : অরল্যান্ডো সিটি (এমএলএস)
  • ১৬ আগস্ট : এলএ গ্যালাক্সি (এমএলএস)
  • ২৩ আগস্ট : ডিসি ইউনাইটেড (এমএলএস)
  • ৩০ আগস্ট : শিকাগো ফায়ার (এমএলএস)

এই পাঁচটি ম্যাচে মেসির না থাকা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যাচ্ছে। ফলে তার পরবর্তী লক্ষ্য থাকবে ৪ ও ৯ সেপ্টেম্বরের জাতীয় দলের ম্যাচে ফেরা। তবে সবকিছু নির্ভর করছে তার রিকভারি প্রক্রিয়ার ওপর।

ইন্টার মায়ামি যেমন তাকে সতর্কতার সঙ্গে ব্যবহারে মনোযোগী, তেমনি আর্জেন্টিনা জাতীয় দলও চায় না চোটের কারণে আবার দীর্ঘ সময় হারাতে হোক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফুটবল আইকনকে।

Lading . . .