Advertisement

বিসিবি সভায় আজ ১৪ এজেন্ডা

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

১৪ এজেন্ডা নিয়ে আজ সভায় বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। সভাটি হবে অনলাইন প্ল্যাটফরম জুমে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আছেন অস্ট্রেলিয়ায়। যদিও তিনি দেশে থাকতেই এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ফলে স্থগিত হওয়া ওই বোর্ড সভা আজ অনলাইনে আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে জুমেই যোগ দিবেন বুলবুল। বিপিএলের মার্কেটিং কনসালটেন্ট নিয়োগ, অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংয়ের নিয়োগ ও প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত আসবে আজকের সভায়। বিসিবি’র একজন শীর্ষ পরিচালক দৈনিক মানবজমিনকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন।
সভার প্রধান আলোচ্য বিষয় বিপিএল। গতবার ফারুক আহমেদের বোর্ড বিপিএল আয়োজন নিয়ে নানা কাণ্ডে সমালোচনার মুখে পড়ে। সভাপতি বুলবুল সেই ভুল করতে চান না। ইতিমধ্যে বিসিবি’র টেন্ডারে সাড়া দিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বিপিএলের মার্কেটিং কনসালটেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো তাদের প্রেজেন্টেশনও জমা দিয়েছে বিসিবিতে। আজ বিসিবির সভায় সিদ্ধান্ত আসতে পারে, কারা পাচ্ছে বিপিএল আয়োজনের স্বত্ব। এছাড়া বিপিএলের ফ্রাঞ্চাইজি ফি, প্লেয়ার ড্রাফট ও টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি জানা যাবে। বিপিএলের পাশাপাশি আলোচনা হবে আলোচিত কিউরেটর টনি হেমিংয়ের নিয়োগ হবে। বিসিবির একটি সূত্র জানায়, লম্বা মেয়াদের জন্য তাকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে প্রধান কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দেন হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবি’র। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। গুঞ্জন আছে, এক বছরের চুক্তি বাড়লেও মূলত গামিনির জায়গা নিতে পারেন হেমিং।
এছাড়া আম্পায়ার্স প্রশিক্ষক হিসেবে সাইমন টোফেলের চুক্তিও চূড়ান্ত হতে পারে এবারের বোর্ডসভায়। দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আইসিসি’র এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাইমন টোফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি করবে বিসিবি। ২০০৩-২০১২ সাল পর্যন্ত আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন সাইমন টোফেল।

আরও পড়ুন

Lading . . .