Advertisement
  • হোম
  • খেলা
  • টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের রেকর্...

টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের রেকর্ড রশিদের

নয়াদিগন্ত

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

রশিদ খান |সংগৃহীত
রশিদ খান |সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

‘দ্য হানড্রেড’ ক্রিকেটের পঞ্চম আসরের প্রথম ম্যাচে লন্ডন স্পিরিটের বিপক্ষে ৪ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নেন ওভাল ইনভিন্সিবলের হয়ে খেলতে নামা রশিদ। এর ফলে বিশ্বের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫০ উইকেট পূর্ণ করেন এই লেগ-স্পিনার।

৪৮২ ম্যাচে রশিদের উইকেট এখন ৬৫১। তার বোলিং গড় ১৮.৫৪ ও ইকোনমি রেট ৬.৫৭। সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট। এর মধ্যে জাতীয় দলের হয়ে ৯৬ ম্যাচে ১৬১ উইকেট শিকার করেছেন ২০১৫ সালে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নামা রশিদ।

ফ্র্যাঞ্চাইজি লিগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি উইকেট আছে রশিদের। আইপিএলে ১৩৬ ম্যাচে ১৫৮ উইকেট আছে তার।

রশিদ ছাড়াও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন ব্রাভো।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে রশিদ ও ব্রাভো ছাড়াও আরো আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও বাংলাদেশের সাকিব আল হাসান।

৫৫৪ ম্যচে নারাইন ৫৮৯, তাহির ৪৩৪ ম্যাচে ৫৪৭ উইকেট শিকার করেছেন।

এই তালিকায় পঞ্চম স্থানে আছেন সাকিব আল হাসান। তবে ৫ শ’ উইকেট শিকারের তালিকা থেকে ২ উইকেট পেছনে তিনি। ২০০৬ সালে টি-টোয়েন্টি শুরু করা সাকিব ৪৫১ ম্যাচে ৪৯৮ উইকেট শিকার করেছেন। জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট দখল করেছেন সাকিব।

সূত্র : বাসস

আরও পড়ুন

Lading . . .