Advertisement

সাকিবদের আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি

যুগান্তর

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

24obnd

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে যোগ দেন সাকিব আল হাসান। এবার তিন বছর পর ফিরে তেমন কিছুই করতে পারেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো উইকেট পাননি তিনি। ব্যাটিংয়ে ১২ গড় ও ৮২.৭৫ স্ট্রাইকরেটে করেন ২৪ রান। টুর্নামেন্টে কেবল একটা চার মারতে পেরেছেন তিনি।

এখন পর্যন্ত অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দলটি একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। আজকের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট এখন ৩। পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। তাদের প্রত্যেকেরই পয়েন্ট ২।

এদের মধ্যে নেট রানরেট তুলনামূলক ভালো থাকার কারণে (+১.২৩৫) দুইয়ে গায়ানা। তারা একমাত্র ম্যাচটি খেলেছে পরশু সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। ১৬ বল হাতে রেখে গায়ানা জেতে ৫ উইকেটে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা। তবে বৈরী আবহাওয়ায় অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।

আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম। কিন্তু তুমুল বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ থাকায় খেলা ঠিক সময়ে শুরু হতে পারেনি। উপরন্তু অ্যান্টিগার স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি বড় আকার ধারণ করার কারণে কাভার দিয়ে পিচ ঢেকে ফেলা হয়। ৩৬ মিনিট পর থেমে যায় বৃষ্টি। কয়েক দফা মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় সাকিবদের অ্যান্টিগা।

Lading . . .