Advertisement
  • হোম
  • খেলা
  • ৪৬ বছর বয়সী তাহিরের ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিন বিব...

৪৬ বছর বয়সী তাহিরের ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিন বিবর্ণ সাকিব

মানবজমিন

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে এক উইকেট নিলেও বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচে থাকলেন উইকেটশূন্য। টি-টোয়েন্টিতে ৪৯৯ উইকেট নেয়া সাকিবের পাঁচশ’র ঘরে ঢুকতে অপেক্ষা বাড়ল আরও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) রান তাড়ায় ব্যাট হাতেও বিবর্ন বাংলাদেশি তারকা। শুধু সাকিবই নন, বলতে গেলে ইমরান তাহিরের সামনে পাত্তা পাননি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের কেউই। ফাইফার পূরণ করে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার লিখে নেন ৪৬ বছর বয়সী এ প্রোটিয়া স্পিনার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয় ৮৩ রানে।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২১১ রান তোলে গায়ানা। রান তাড়ায় ১৫.২ ওভারে ১২৮ রানে গুঁটিয়ে যায় অ্যান্টিগা। আগের তিন ম্যাচে স্রেফ এক ওভার করা সাকিব এদিন হাত ঘোরান এক ওভার বেশি। ১৬ রানের খরচে পাননি কোনো উইকেটের দেখা। ব্যাট হাতে তার প্রাপ্তি ৭ বলে ৮ রান। আগে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে গায়ানা। তৃতীয় ওভারেই বেন ম্যাকডারমট (৮) ফিরে গেলেও বেগ পেতে হয়নি দলকে।

দলীয় ৬৪ রানে ফেরেন আরেক ওপেনার কেভলন অ্যান্ডারসন (২২)। তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ারকে নিয়ে ৪৪ বলে ১০৬ রানের জুটি গড়েন শাই হোপ। ৫৪ বলে ব্যক্তিগত ৮২ রানে হোপ ফিরলে ঝড়ো ব্যাট চালান হেটমায়ার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ৬৫ রানের ক্যামিওতে। ৫টি করে ছক্কা ও চারে সাজানো তার ইনিংস। ৮ বলে ২৫ রানের অবদানে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ডও। ৪ ওভারে ৬১ রান খরচ করেন আগের ম্যাচের জয়ের নায়ক শামার স্প্রিঙ্গার। অ্যান্টিগার হয়ে এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের রেকর্ড এটিই।

রান তাড়ায় অ্যান্টিগার টপ অর্ডারের তিনজন ভালো শুরু করলেও রানের খাতা বেশি বড় করতে পারেননি কেউই। ১৪ বলে এদিনের দলীয় সর্বোচ্চ ৩১ রানে ফেরেন কারিমা গোরে। বোলিংয়ে ইমরান তাহির আসতেই পাল্টে যায় দৃশ্যপট। সপ্তম ওভারের প্রথম বলেই সাকিবকে ফেরান এ অভিজ্ঞ স্পিনার। এরপর একে একে তাহিরের জালে আটকে যান অধিনায়ক ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়। চার ওভার হাত ঘুরিয়ে তাহিরের রান খরচ ২১, উইকেট ৫টি। সীমিত ওভারের ক্রিকেটে এটিই তার সেরা বোলিং ফিগার। ৪৬ বছর ১৪৮ দিন বয়সে এ পারফর্মেন্স দেখান তাহির। পরবর্তী ম্যাচে আগামীকাল রাত ৯টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের সঙ্গে খেলবে সাকিবরা। পাঁচ ম্যাচে দু’টি করে জয় ও হার দেখেছে সাকিবের দল। অন্যটি ভেসে গেছে বৃষ্টিতে।

আরও পড়ুন

Lading . . .