এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
নয়াদিগন্ত
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রতিপক্ষ পেল পাকিস্তান। প্রথমবারের মতো ওমানের মুখোমুখি হচ্ছে সালমান আগার দল। অন্যদিকে এশিয়া কাপে অভিষেক হলো মরুর দেশটির।
এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে আজ মাঠে নেমেছে পাকিস্তান ও ওমান। আন্তর্জাতিক ক্রিকেটে যা দুই দলের প্রথম দেখা।
স্মরণীয় এমন মুহূর্তে টসে জিতে আগে ব্যাট করবে পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ওমান একাদশ : যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মাহমুদ, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, শাকিল আহমদ, সময় শ্রীবাস্তব।