প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

টানা দুই বলে দুই উইকেট নিলেন মোস্তাফিজ
রশিদ খানকে ফেরানোর পরের বলেই আল্লাহ গজনফরকে ফেরালেন মোস্তাফিজ।
ভয়ঙ্কর আযমতকে ফেরালেন তাসকিন
ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠচিলেন আযমতউল্লাহ ওমরজাই। তাসকিনেও ছক্কা হাঁকান। তবে পরের বলেই তার উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার।
আক্রমণে ফিরেই নবীর উইকেট নিলেন মোস্তাফিজ
ষষ্ট ওভারে প্রথম আক্রমণে আসেন মোস্তাফিজুর রহমান। ৬ ওভার প ফের বল হাতে নিয়েই মোহাম্মদ নবীকে ফেরালেন এই বাঁহাতি পেসার। ৭৭ রানে পঞ্চম উইকেট হারালো আফগানরা।
ভয়ঙ্কর হয়ে ওঠা গুরবাজকে ফেরালেন রিশাদ
শুরুতে অস্বস্তিতে থাকলেও আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন রহমানউল্লাহ গুরবাজ। ১১তম ওভারে তাকে ফেরালেন রিশাদ হোসেন। সুইপ করতে গিয়ে ডিপ ফাইন লেগে জাকের আলীর ক্যাচ হয়ে ফেরেন ৩৫ রান করা গুরবাজ।
আফগানিস্তান ১০ ওভারে ৬০/৩
পাওয়ার প্লের পর আরও একট উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। গুলাবদিন নাঈবকে ফেরান রিশাদ হোসেন। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৬০ রান।
আফগানিস্তান ৬ ওভারে ২৭/২
১৫৪ রান ডিফেন্ড করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে পেরেছে আফগানরা। ২টি উইকেটই নেন নাসুম আহমেদ।
জাকেরের হতশ্রী ব্যাটিং, ১৫৪ রানে থামলো বাংলাদেশ
তার কাজ ইনিংসের শেষদিকে দ্রুত রান তোলা! সেই জাকের আলী এদিন যেন ব্যাটিং করাই ভুলে গেলেন। ১৯তম ওভারে ৪ বল নষ্ট করেন একাই! তার হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসের শেষটাও হয়েছে বিশ্রী! শেষ পর্যন্ত ১৫৪ রানে থেমে গেছে টাইগারদের ইনিংস।
ফিফটি করেই ফিরলেন তামিম
শুরু থেকেই আফগান বোলারদের উপর ছড়ি ঘোড়াচ্ছিলেন তানজীদ হাসান তামিম। ২৮ বলে তুলে নেন ফিফটিও। কিন্তু এরপর ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন এই ওপেনার। ৩০ বলে করলেন ৫২ রান। ১২.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।
রিভিউ নিয়ে লিটনকে ফেরালো আফগানিস্তান
পানি পানের বিরতির পর প্রথম বলেই ফিরলেন লিটন। যদিও আম্পায়ার আউট দেননি, তবে রিভিউ নিয়ে লিটনকে ফিরিয়েছে আফগানিস্তান। নুর আহমেদের বিপক্ষে লেফ বিফোর উইকেটের শিকার হলেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ ১০ ওভারে ৮৬/১
পাওয়ার প্লের ভালো শুরু ধরে রেখেছে বাংলাদেশ। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ৮৬ রান। তামিম ৪৭ আর লিটন ব্যাটিং করছেন ৮ রান নিয়ে।
ভালো শুরুর পর ফিরলেন সাইফ
শুরু থেকেই রান করতে হিমশিম খাচ্ছিলেন সাইফ। শেষ পর্যন্ত রশিদ খানের নীরিহ বলে বোল্ড হলেন তিনি। ২৮ রান এসেছে তার ব্যাট থেকে।
৬ ওভারে বাংলাদেশ ৫৯/০
বাঁচামরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজীদ হাসান তামিম মিলে পাওয়ার প্লের ৬ ওভারে তুলেছেন ৫৯ রান। সাইফ ২৬ আর তামিম ব্যাটিং করছেন ৩২ রানে।
চার পরিবর্তন নিয়ে ব্যাটিং করবে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ দল। এই ম্যাচের একাদশে ৪টি পরিবর্তন এনেছে টাইগাররা। তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন বাদ পড়েছেন। একাদশে এসেছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।
বাংলাদেশ অধিনায়ক লিটন বলেছেন, উইকেট দেখে কিছুটা মন্থর গতির মনে হচ্ছে তার। তাই ১৬০ রানের সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট হবে মনে করছেন তিনি। আর আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন। তবে টি-টোয়েন্টি ম্যাচ হওয়ায় পরে ব্যাট করতেও সমস্যা নেই তাদের।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
হংকংকে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় টাইগাররা। ফলে আজ লিটনের দলের বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হারলে বাদ পড়বে গ্রুপ স্টেজ থেকেই। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেশের বাইরে জয় নেই টাইগারদের। ৫ বারের দেখায় প্রত্যেকবারই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। আজ টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। মাইলফলকের এই ম্যাচ রাঙিয়ে রাখতে ও সুপার ফোরে উঠতে আজ জিততেই হবে লিটন-তামিমদের।
টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন কুমার দাস। ১০ ম্যাচে বাংলাদেশ ব্যাটার করেন ২২৭ রান। সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে আছেন তিনি। হংকংয়ের বিপক্ষে করেন ফিফটি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের সিরিজে তার ব্যাট থেকে আসে ২ ফিফটি। আজ জিততে হলে লিটনের ছন্দ ধরে রাখার বিকল্প নেই।
আরও পড়ুন