প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তুর্কমেনিস্তান, মিয়ানমার ও বাহরাইনকে উড়িয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা।
মাস পেরোলেও এখনো রয়ে গেছে তার রেশ। ইতিহাস গড়া সেই পারফরম্যান্সের নতুন পুরস্কার পেলেন আফিদা-ঋতুপর্ণারা। ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিফার হালনাগাদ করা নারী দলের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০৪ নম্বরে উঠে এসেছে টাইগ্রেসরা। অবশ্য এটাই বাংলাদেশের সেরা র্যাঙ্কিং নয়।
দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাঙ্কিং ১০০। ২০১৩ ও ২০১৭ সালে দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।
তবে এবার বাংলাদেশ এগিয়ে অন্য একটা দিক থেকে, বড় বড় দলগুলোকে পেছনে ফেলেছেন আফিদারা। ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ।
শেষ হালনাগাদ থেকে এবারের হালনাগাদে সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের রেটিং ১১৭৯.৮৭।
উল্লেখ্য, গত জুনে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব শুরুর আগে ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ।
এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা।