শেষ মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

পুরো ম্যাচে লড়াই করে কোনোরকমে টিকেই গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি, একদম শেষ মুহূর্তে গোল হজম করে বসে যুবারা। তাতেই স্বপ্নভঙ্গ, এশিয়ান কাপে মূলপর্বে খেলার আশা শেষ হয় বাংলাদেশের।
শুরুটা হয়েছিল স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে আজ ইয়েমেনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ফাহামিদুলরা হেরেছেন এই ম্যাচেও।
ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে, যোগ করা সময়েরও একদম শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ।
চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে গোলটি করেন বদলি নামা আব্দু আল আওয়ামি। তাতেই স্বপ্নভঙ্গ বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দলের।
প্রথমার্ধে অবশ্য বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। আল আমিন-মোরছালিনরা বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন, তবে গোলরক্ষকের দৃঢ়তা আর ফিনিশিংয়ের অভাব ভাঙতে পারেনি জালের জট।
সবচেয়ে কাছাকাছি এসেছিলেন মোরছালিন। ৩২ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে নেয়া তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইয়েমেন গোলকিপার ওসামা আলী মসরেফ।
দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন কোচ, তুলে নেন ফাহামিদুল ও আল আমিনকে। তাতে খেলার গতি হারায় বাংলাদেশ। বদলি হিসেবে নামা জিসান ও রাহুল বল পায়ে ছিলেন এলোমেলো। একের পর এক সুযোগ নষ্ট করেন তারা।
এর মাঝে ম্যাচের ৮৭ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন মুজিবুর রহমান জনি। বক্সের বাইরে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের শরীরে আঘাত হানেন তিনি। তাতে রেফারি লাল কার্ড দেখাতে কার্পণ্য করেননি।
এই হারে এক ম্যাচ হাতে থাকলেও চার দলের মাঝে তাদের স্থান হলো সবার শেষে। সব মিলিয়ে ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটা এখন কেবল আনুষ্ঠানিকতার।