Advertisement

যে দুই শর্তে দলে ফিরতে পারবেন বাবর

যুগান্তর

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

বাবর আজম। ফাইল ছবি
বাবর আজম। ফাইল ছবি

আসন্ন এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর কুড়ি ওভারের ক্রিকেটে বাবর আজমের দুরবস্থার কথা সবার জানা। তাই এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে জায়গা হয়নি তার। সরাসরি বাবরের দলে সুযোগ না পাওয়ার কারণ উল্লেখ না করলেও তার দলে ফেরার উপায় বাতলে দিয়েছেন পাকিস্তান কোচ মাইক হেসন।

তিনি বলেছেন, টি-টোয়েন্টি দলে ফেরার আগে বাবরকে নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি।

হেসন স্পষ্ট করে বলেছেন, ‘বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির কথা বলা হয়েছে, বিশেষ করে স্পিন মোকাবিলা ও স্ট্রাইক রেটের দিকটা। এগুলো নিয়েই সে কঠোর পরিশ্রম করছে। এত বড় মাপের ক্রিকেটারকে একেবারেই বিবেচনার বাইরে রাখা যায় না। তবে বর্তমান খেলোয়াড়রা অসাধারণ পারফর্ম করছে। ফারহান মাত্র ছয় ম্যাচ খেলে তিনবার ম্যাচসেরা হয়েছে।’

টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট এখন ১২৯, যা সময়ের গতিময় ক্রিকেটের সঙ্গে কিছুটা বেমানান। হেসন তাই বাবরকে বিগ ব্যাশের মতো লিগে খেলে তার ব্যাটিং ঝালিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘বাবরের মতো একজন খেলোয়াড়ের বিবিএলে খেলার সুযোগ আছে। সেখানে প্রমাণ করতে পারলে ফেরার পথ খুলে যাবে।’

উল্লেখ্য, এশিয়া কাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। ১২ সেপ্টেম্বর দুবাইয়ে ওমান এবং দু’দিন পর একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে ‘মেন ইন গ্রিন’।

Lading . . .