Advertisement
  • হোম
  • খেলা
  • বাংলাদেশের মাঠ সামলাতে আবারো আসছেন কিউরেটর টনি হেম...

বাংলাদেশের মাঠ সামলাতে আবারো আসছেন কিউরেটর টনি হেমিং

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

গেলো বছর হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়ান টনি হেমিং। তবে নতুন করে আবারো বাংলাদেশে আসছেন এ অস্ট্রেলিয়ান কিউরেটর। গত বছর বাংলাদেশ থেকে তিনি চলে যান পাকিস্তানে। যেখানে তিনি প্রধান কিউরেটরের দায়িত্ব নেন। জানা যায়, আজ রাতে বাংলাদেশে আসবেন তিনি।

এরআগে ২০২৩ সালের জুলাই মাসে প্রধান কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দেন হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। গত বছরের ১০ই জুলাই বিসিবি কিউরেটরের পদ থেকে সরে দাঁড়ানোর পর পিসিবির প্রধান কিউরেটর হিসেবে যুক্ত হন টনি। সংস্থাটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছিল। বাংলাদেশে কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং। একই সঙ্গে ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসাল্যান্ট ছিলেন তিনি। পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই টার্ফ ম্যানেজার। এবার বাংলাদেশে এসে তিনি দায়িত্ব পালন করবেন হেড অফ টার্ফ নামে নতুন আরেকটি পদেও। যেখানে তিনি হেমিং অন্যান্য কিউরেটরদের শেখাবেন।

আরও পড়ুন

Lading . . .