Advertisement
  • হোম
  • খেলা
  • অ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে নিল...

অ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে নিলো রোমা

নয়াদিগন্ত

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

লিও বেইলি |সংগৃহীত
লিও বেইলি |সংগৃহীত

জ্যামাইকান উইঙ্গার লিও বেইলিকে ধারে অ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে রোমা। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে রোমা জানায়, শর্তানুযায়ী এক বছরের ধারের পর চুক্তির মেয়াদ স্থায়ী করার শর্ত রয়েছে। ২২ মিলিয়ন ইউরোতে উভয় ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে।

২৮ বছর বয়সী বেইলি অ্যাস্টন ভিলায় চার বছর কাটানোর পর ইতালিতে আসলেন। এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে বেইলি ১৪৪ ম্যাচে ২২ গোল করেছেন।

গিয়ান পিয়েরো গাসপেরিনির অধীনে রোমা ২০১৮ সালের পর প্রথমবারের মতো এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যস্থির করেছে।

২০২৫-২৬ সিরি-এ নতুন মৌসুমে আগামী শনিবার বোলোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোমা।

আরও পড়ুন

Lading . . .