Advertisement
  • হোম
  • খেলা
  • খেলোয়াড়দের মাঠে যাওয়ার নির্দেশ, ম্যাচের সময় ১ ঘণ্ট...

খেলোয়াড়দের মাঠে যাওয়ার নির্দেশ, ম্যাচের সময় ১ ঘণ্টা পেছালো

নয়াদিগন্ত

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

এরই মধ্যে পাকিস্তানি খেলোয়াড়দের মাঠে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে |সংগৃহীত
এরই মধ্যে পাকিস্তানি খেলোয়াড়দের মাঠে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে |সংগৃহীত

অবশেষে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচটি মাঠে গড়াবে বলে ঘোষণা দিলো দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। এরই মধ্যে খেলোয়াড়দের মাঠে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ পর জিও নিউজ বিষয়টি নিশ্চিত করে।

সংবাদমাধ্যমটি জানায়, নির্ধারিত সময়ের চেয়ে ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। সেই হিসাবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

তবে এখনো, এশিয়া কাপের বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুটি পুরোপুরি সমাধান হয়নি। জানানো হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখনো কর্মকর্তাদের সাথে পরামর্শ বৈঠক জারি রেখেছেন।

বৈঠকে উপস্থিত আছেন পিসিবির সাবেক দুই চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠি। আশা করা হচ্ছে- এখান থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্ত আসা মাত্রই পিসিবি চেয়ারম্যান সকলকে অবগত করবেন।

Lading . . .