Advertisement
  • হোম
  • খেলা
  • এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার অধিনায়ক মিঠুন

এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার অধিনায়ক মিঠুন

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে তুলনামূলক ভালোই সাড়া জাগিয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আসন্ন এনসিএল টি-টোয়েন্টির পর চারদিনের এনসিএল মাঠে গড়াবে। নতুন করে এবার যুক্ত হচ্ছে আরও দুই ভেন্যু। সবমিলিয়ে তিন মাঠে হবে এবারের এনসিএল। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এনসিএলের আগে ফিটনেস টেস্ট। এরই মধ্যে খেলোয়াড় গোছানোর কাজ শুরু করে দিয়েছে সব বিভাগই। পিছিয়ে নেই খুলনা দলও, গেল বারের অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য খেলতে পারছেন না দলটির হয়ে। এশিয়া কাপ স্কোয়াডে থাকায় জাতীয় দলের সঙ্গে দুবাইয়ে থাকবেন তিনি। যে কারণে দলটির অধিনায়কত্ব মোহাম্মদ মিঠুন। এ ছাড়া দলটিতে খেলার কথা রয়েছে এনামুল হক বিজয়, সৌম্য সরকারেরও। এ ছাড়া জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ হালিম এবং শেখ পারভেজ জীবনের। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না পেসার আল-আমিন হোসেন। এ ছাড়া ইমরুল কায়েসও থাকছেন না। তাছাড়া দুই পেসার আশিকুর রহমান এবং অভিষেক দাস ফিট থাকলেই খেলবেন খুলনা দলে। তবে মেহেদী হাসান মিরাজ খেলবেন কি না সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনো।

আরও পড়ুন

Lading . . .