Advertisement
  • হোম
  • খেলা
  • সম্প্রচারকারী ইউটিউব চ্যানেল হ্যাকড!

সম্প্রচারকারী ইউটিউব চ্যানেল হ্যাকড!

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

আজ থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে খেলার কথা বাংলাদেশের। সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ তাদের ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করে আসছে। আজ এক বিবৃতিতে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, সম্প্রচারকারী চ্যানেলটি হ্যাক হয়েছে। ফলে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হওয়া এক কথায় অনিশ্চিত।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটির। বিবৃতিতে সাফ বলে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টজওয়ার্কজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাকড হয়েছে এবং বর্তমানে এটিকে আর পাওয়া যাচ্ছে না।’ বিষয়টি দ্রুত সমাধানে কাজ করছে জানিয়ে সাফ আরও বলে, ‘সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলাকালীন এক গুরুত্বপূর্ণ সময়ে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটলো। অথচ পুরো দক্ষিণ এশিয়ার ভক্তরা খেলার আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাফ ও স্পোর্টজওয়ার্কজ দ্রুত সমস্যাটি সমাধান করতে এবং সরাসরি ম্যাচ সম্প্রচারে কাজ করছে।’

আরও পড়ুন

Lading . . .