Advertisement

ট্রফি জিততে চান লিটনরা

কালবেলা

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ট্রফি জিততে চান লিটনরা
ট্রফি জিততে চান লিটনরা

এশিয়া কাপ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন লিটন দাসরা। প্রথম ধাপে পৌঁছান অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেনরা। এরপর দ্বিতীয় ধাপে যান বাকিরাও। আজ থেকে আবুধাবিতেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন তারা। তবে দেশ থেকে রওনা দেওয়ার আগেই ট্রফি জেতার মানসিকতার কথা বলে গেছেন লিটন-জাকেররা। এশিয়া কাপের শিরোপা জিতেই দেশে ফেরার প্রত্যয় মিলেছে তাদের কণ্ঠে।

এশিয়া কাপে নিয়মিত খেলছে বাংলাদেশ। কিন্তু অর্জন বলতে কিছুই নেই। ফাইনালে উঠেও শিরোপার ছোঁয়া পায়নি তারা। সম্প্রতি এই টুর্নামেন্টে অর্জনটা আরও ফিকে হয়ে গেছে। শেষ চারে জায়গা করে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার পরও আশার কথা শোনালেন ক্রিকেটাররা। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনেই মনোযোগী তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন যেমনটা লিখেছেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা কথা দিচ্ছি, সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চটা উজাড় করে দেব। ম্যাচ ধরে ধরে এগিয়ে যাব, আর চূড়ান্ত লক্ষ্য ট্রফি জেতা।’ ট্রফি জেতার লক্ষ্যটা সবারই থাকে। অতীতেও এমন লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে শূন্য হাতে ফিরেছিলেন লিটনরা।

তবে এবারের দলটা ঘিরে আশাবাদী লিটন। এর একটা কারণ হয়তো সাম্প্রতিক পারফরম্যান্স। সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জিতেছেন তারা। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে জেতা। দেশের মাটিতে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করে তোলার কথা তাদের। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জাকের। আমিরাতের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, ভালো প্রস্তুতি হয়েছে। ড্রেসিংরুমের অবস্থাও সব সময়ের মতো ভালো।’ ভালো প্রস্তুতি নিয়ে বড় টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তারা। তবে মনের মধ্যে কোনো অহঙ্কার রাখতে চান না জাকেররা। তাদের ঘিরে বিভিন্ন বিশ্লেষকদের সমালোচনাকেও কানে নিচ্ছেন না তারা। কাউকে কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই জানিয়ে এই কিপার ব্যাটার বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’

এশিয়া কাপের আগে ব্যাটিংয়ে মনোযোগী ছিলেন তারা। প্রস্তুতিও হয়েছে দারুণ। পাওয়ার হিটিং নিয়ে কোচ জুলিয়ান উডের সঙ্গেও জাকেরদের লম্বা সেশন হয়েছে। নেদারল্যান্ডস সিরিজেও তার ছাপ ছিল অনেকটা। ব্যাটাররা তাদের দক্ষতার প্রমাণ রাখার চেষ্টা করে গেছেন। সেভাবেই টুর্নামেন্টে খেলতে চান জানিয়ে জাকের বলেন, ‘ঠিক এ রকমভাবেই (আক্রমণাত্মক) খেলতে হবে। বড় মঞ্চ, সিরিজ—সবকিছুতেই একই মানসিকতায় খেলতে হবে। শুধু বেসিকসে ফোকাস রেখেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি।’ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। গ্রুপে চার দল থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে—আবুধাবিতেই। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ একই মাঠে খেলবেন তারা।

আরও পড়ুন

Lading . . .