Advertisement

বাংলাদেশকে একটি গোল দেয়নি রেফারি

নয়াদিগন্ত

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল |সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল |সংগৃহীত

৮-০ তে জয়। সেখানে একটি গোল না দিলে এমন কি হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে পূর্ব তিমুরকে দু’ হালি গোলে হারানোর পর এমন কথা অনেকেই বলতে পারেন। ৯৪ মিনিটে সহকারী রেফারি স্বপ্না রানীকে গোল দেননি। তার ফ্রি-কিক থেকে নেয়া শট ক্রসবারে লেগে গোল লাইনের প্রায় এক হাত ভেতরে ড্রপ খেলেও সহকারী তাতে গোলের সঙ্কেত দেননি। বল ভেতরে ড্রপ খেয়ে মাঠে ফিরে এলে বিপক্ষ কিপার তা আয়ত্বে নেন।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা সাথে সাথেই গোলের দাবি জানিয়ে হাত তুলে রেফারির কাছে আবেদন করেন। কিন্তু উজবেকিস্তানের রেফারি গোলের সঙ্কেত পাননি সহকারী রেফারির। তাই তিনি গোল দেননি। ম্যাচ শেষে স্বপ্না রানী রেফারির সাথে এ নিয়ে কথা বলেন।

এই একটি গোল বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। যদি তারা ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ তাহলে সেরা তিন রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে উঠার লড়াইয়ে গোল পার্থক্য আসবে বিবেচনায়। বাংলাদেশের প্রতিপক্ষরা যদি দৌড়ে এগিয়ে যায় তখন এই গোল বাতিলই হবে সবচেয়ে ক্ষতিকর। কারণ তাদের গোল একটি কম। গোল বাতিলের জন্য নিশ্চিত শাস্তি হবে সহকারী রেফারির। কিন্তু বাংলাদেশ যদি এই এক গোলের কারণে বাদ পড়ে তখন এই ক্ষতিটা কিভাবে পোষানো যাবে।

আরও পড়ুন

Lading . . .