প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছে ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি। এবার অবনতি হয়েছে দেশটির দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। তারা নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। আশ্চর্যের বিষয়, এবারের চুক্তিতে শীর্ষ ক্যাটাগরি ‘এ’-তে রাখা হয়নি কোনো ক্রিকেটারকেই।
মঙ্গলবার ঘোষিত তালিকায় মোট ৩০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে, যা কার্যকর ধরা হবে গত ১ জুলাই থেকে। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ স্তরে ছিলেন বাবর ও রিজওয়ান। তবে সাম্প্রতিক সময়ে দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় এবং টি-টোয়েন্টি দল থেকে ছিটকে পড়ার পর এবার চুক্তিতেও এক ধাপ নিচে নেমে গেলেন তারা।
অন্যদিকে উন্নতি হয়েছে কয়েকজন ক্রিকেটারের। পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা, ওপেনার সাইম আইয়ুব, পেসার হারিস রউফ, লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান ও লেগ স্পিনার আবরার আহমেদকে ‘সি’ থেকে উন্নীত করে আনা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
চুক্তিতে ফিরেছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ফাখার জামান, পেসার হাসান আলি এবং অলরাউন্ডার ফাহিম আশরাফ। তাদের সঙ্গে নতুন করে জায়গা পেয়েছেন আহমেদ দানিয়াল, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।
তবে বাদ পড়েছেন গত বছরের চুক্তিতে থাকা আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মুহাম্মদ ইরফান খান ও উসমান খান।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে পিসিবি। বি ক্যাটাগরিতে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ। সি ক্যাটাগরিতে আছেন আবদুল্লাহ শাফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সাজিদ খান, সাউদ শাকিল ও সাহিবজাদা ফারহান। আর ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে আহমেদ দানিয়াল, হুসাইন তালাত, খুররাম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মুকিমকে।
আরইউ
আরও পড়ুন