Advertisement
  • হোম
  • খেলা
  • আশরাফুলের স্থানে বুলবুল জেসির জায়গায় ফাহিম

আশরাফুলের স্থানে বুলবুল জেসির জায়গায় ফাহিম

মানবজমিন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করা হয়েছে। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত হয়েছেন বিসিবি’র আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে, তিনি কোন ক্যাটাগরিতে নির্বাচন করবেন, সেটা ছিল অস্পষ্ট। যদিও কিছুদিন আগে বুলবুল ঢাকা বিভাগ থেকে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলেন। সেটাই সত্যি হতে চলেছে অবশেষে। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য করা হয়েছে বুলবুলকে। ধারণা করা যাচ্ছে, ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়ে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিছুদিন আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই কমিটিতে নাম ছিল মোহাম্মদ আশরাফুলের। তবে, বৃহস্পতিবার নতুন এক বিজ্ঞপ্তিতে এনএসসি জানিয়েছে, আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (পদটি এখনও শূন্য)। বুলবুল ছাড়াও কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ক্রীড়া সংগঠক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নিয়ামুর রশীদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রীড়াপ্রেমী মো. আনোয়ার হোসেন আরিফ। শুধু আমিনুল ইসলাম বুলবুলই নন, কিছুদিন আগে ঘোষিত আহ্বায়ক কমিটিতে পরিবর্তন আনা হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও। যেখানে নাম ছিল সাবেক নারী জাতীয় দলের ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসির। কিন্তু নতুন করে এনএসসি থেকে জানিয়ে দেয়া হয়েছে, জেসি নয় ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় তার পরিবর্তে নাম উঠবে বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। অর্থ্যাৎ, বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে ২জন পরিচালক নির্বাচিত হবেন। সেই দুই পরিচালক যে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম- তা আর বলার অপেক্ষা রাখে না। এরা দু’জনই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীতি পরিচালক হয়ে বিসিবিতে আছেন। তবে ঢাকা বিভাগে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হওয়ার জোর সম্ভাবনা আছে জামালপুরের কাউন্সিলর রিদওয়ান বিন ফুয়াদের।

আরও পড়ুন

Lading . . .