প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫
তুরস্ককে পাত্তাই দিলো না স্পেন। হেসেখেলে উড়িয়ে দিলো দলটাকে। চমৎকার এক হ্যাটট্রিক উপহার দিলেন মিকেল মেরিনো। জোড়া গোলের আলো ছড়ালেন পেদ্রি। সব মিলিয়ে বড় জয় পেয়েছে স্প্যানিশরা।
তুরস্কের মাঠে রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় স্পেন। যেখানে তুরস্ককে ৬-০ গোলে হারিয়েছে তারা। লুইস দে লা ফুয়েন্তের এই দলের সামনে বাধা হয়ে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি।
ম্যাচ শুরু হতেই অবশ্য আক্রমণ শানায় তুরস্ক, ডি-বক্সের বাইরে থেকে হাকানো কালহানোগ্লুর শটটা রুখে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন। এরপরই টানা আক্রমণ শুরু করে স্পেন।
খুব দ্রুত গোলও পেয়ে যায় তারা। ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন পেদ্রি। দুই মিনিট পর সুযোগ পেয়েও ইয়ামাল গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।
২২তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। ডি-বক্সে চারজন নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে পেনাল্টি স্পটের কাছ থেকে শটে বল জালে পাঠান তিনি।
এরপর আবারো দারুণ এক সুযোগ মিস করেন ইয়ামাল। তবে এর মাঝেই প্রথমার্ধের শেষ দিকে একটা ধাক্কা খায় স্পেন। চোট পেয়ে মাঠ ছাড়েন উইঙ্গার নিকো উইলিয়ামস। যদিও এর প্রভাব মাঠে পড়েনি।
দুই মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে, আরেকটি যৌথ আক্রমণে মিকেল ওইয়ারসাবালের পাস বক্সে ফাঁকায় পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো। ৩-০ গোল নিয়ে বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ। ৫৩ মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণে রুখে দিয়ে তড়িৎ পাল্টা আক্রমণে ওঠে স্পেন। ইয়ামালের পাস ধরে স্কোরলাইনে নাম লেখান তরেস।
আর চার মিনিট পর বুদ্ধিদীপ্ত শটে, দৃষ্টিনন্দন গোলে হ্যাটট্রিক পূরণ করেন মেরিনো। এই গোলে জড়িয়ে যায় ইয়মালের নাম। তার পাস ধরেই লম্বা শট নেন মেরিনো। এবারের বাছাইপর্বে ২ ম্যাচে ৪ গোল হলো তার।
৬২তম মিনিটে স্কোরলাইন ৬-০ করেন পেদ্রি। ওইয়ারসাবালের পাঠানো বল আয়ত্তে নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা মিডফিল্ডার। পরের সময়ে আর গোল আসেনি।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ করে পয়েন্ট নিয়ে জর্জিয়া দুইয়ে ও তুরস্ক তিনে আছে।