Advertisement
  • হোম
  • খেলা
  • চ্যাম্পিয়নস লীগে খেলবে চার নবাগত ক্লাব, ড্র কবে কখ...

চ্যাম্পিয়নস লীগে খেলবে চার নবাগত ক্লাব, ড্র কবে কখন

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

সাইপ্রাসের অখ্যাত ক্লাব পাফোস এফসি, যার প্রতিষ্ঠা মাত্র ১১ বছর আগে। সম্প্রতি ক্লাবটির কিছুটা আলোচনায় আসার কারণ, ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজ সেখানে যোগ দিয়েছেন। তবে এবার রূপকথাই লিখে ফেললো সাইপ্রাসের ক্লাবটি। সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের মাঠে শেষমুহূর্তে ১-১ গোলে ড্র করে পাফোস। ফলে প্লে অফের দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগের মূল পর্বে খেলবে নরওয়ের বোডো/গ্লিমটও।

এ দুই দল ছাড়াও প্রথমবারের মতো ইউরোপিয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় জায়গা করেছে কাজাখস্তানের কাইরাত আলমাটি ও বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। চ্যাম্পিয়নস লীগের মূল পর্বের পথে পাফোসের যাত্রা শুরু গত ২২শে জুলাই, দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ড দিয়ে। ম্যাকাবি তেল আবিবের পর দিনামো কিয়েভকেও ছিটকে দেয় পাফোস। পরবর্তীতে তারা মুখোমুখি হয় তুলনামূলক বড় নাম রেড স্টার বেলগ্রেডের। প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকে পাফোস। ফিরতি লেগে ৮৯তম মিনিটের সমতাসূচক গোলে নিশ্চিত হয় চ্যাম্পিয়নস লীগের মূলপর্ব। সাইপ্রাসের তৃতীয় দল হিসেবে এখানে খেলবে পাফোস।

অন্যদিকে ২০০৭-০৮ মৌসুমের পর নরওয়ের প্রথম কোনো ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লীগের মূলপর্বে জায়গা করেছে বোডো/গ্লিমট। চারবারের নরওয়েজিয়ান লীগজয়ী ক্লাবটির ঘরের মাঠ আস্পমিরা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা স্রেফ ৮ হাজার ২৭০। যদিও শেষ মৌসুমে তারা ইউরোপা লীগের সেমিফাইনাল পর্যন্ত যায়। তবে পরে চ্যাম্পিয়ন হওয়া টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে বিদায় নেয় তারা। অন্যদিকে, গত ২৫শে জুলাই বড় চমক উপহার দিয়েছে কাজাখ চ্যাম্পিয়ন কাইরাত। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে তারা হারিয়ে দিয়েছে টাইব্রেকারে। তাতেই কাজাখস্তানের দ্বিতীয় ক্লাব হিসেবে মূলপর্ব নিশ্চিত করেছে কাইরাত। এছাড়া, ২০২৪-২৫ মৌসুমে বেলজিয়ান প্রো লীগ জিতে সরাসরি চ্যাম্পিয়নস লীগে জায়গা করেছে আরেক নবাগত জিলোয়া।

ড্র কবে, কখন
বাছাইপর্ব শেষ হবে আজই। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস লীগ ড্র অনুষ্ঠানের। গতবারই এ প্রতিযোগিতা হয়েছে ৩৬ দলে, নতুন আঙ্গিকে। এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লীগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি দলের সঙ্গে এখন কোন দলের প্রতিপক্ষ কোন আটটি দল হবে, ড্রয়ে নির্ধারিত হবে সেটিই।

উয়েফা কো-এফিশিয়েন্ট র্যা ঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থাকবে এক নম্বরে। ঘরোয়া লীগের পারফর্মেন্সের ওপর ভিত্তির করে লীগ পর্বে সরাসরি খেলবে ২৮টি ক্লাব। গত মৌসুমে ইউরোপা লীগ জিতে সরাসরি খেলছে টটেনহ্যাম। বাকি ৭ দল নেয়া হচ্ছে বাছাইপর্ব থেকে। মঙ্গলবার রাতেই প্লে-অফ থেকে তিনটি দল মূল পর্বে এসেছে। বাকি চারটি দল পাওয়া যাবে আজ রাতের চারটি প্লে-অফের পর। উয়েফা কো-এফিশিয়েন্টের ভিত্তিতে কোন দল কোন পাত্রে থাকবে, তা ঠিক করা হবে বাংলাদেশ সময় আগামীকাল দুপুরে।

আরও পড়ুন

Lading . . .