প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

৭ উইকেটের জয়ে এশিয়া কাপের শুভসূচনা করেছে বাংলাদেশ দল। গতকাল হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ১৪ বল হাতে রেখেই পৌঁছে যায় টাইগাররা। ম্যাচের পর বোলারদের প্রশংসায় ভাসান অধিনায়ক লিটন কুমার দাস।
দলের হয়ে এদিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা খেলেন লিটনই, ৩৯ বলে ৫৯। এর আগে প্রথম ইনিংসে বল হাতে দ্যুতি ছড়ান তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনরা। এ দুজনসহ ২ উইকেট তুলে নেন তাসকিন আহমেদও। ম্যাচের পর বোলিং বিভাগের প্রশংসায় লিটন বলেন, ‘আমরা আজ খুব ভালো খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বোলিং বিভাগ খুব ভালো করেছে এবং আমরা কেবল একজন লেগস্পিনার খুঁজছিলাম। রিশাদ খুব ভালো করেছে।’
উইকেট প্রসঙ্গে এ উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘উইকেটটা একটু ধীরগতির ছিল। তাই মাঝের ওভারগুলোতে আমাদের সাবধানে খেলতে হয়েছে এবং বড় মাঠের সুযোগ নিয়ে সিঙ্গেলস আর ডাবলস নিতে হয়েছে।’
পরবর্তী ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন